23 C
আবহাওয়া
১১:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগ সভাপতি- সম্পাদক কারাগারে

ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগ সভাপতি- সম্পাদক কারাগারে

ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগ সভাপতি- সম্পাদক কারাগারে

বিএনএ, ময়মনসিংহ: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর (১৭) হত্যা মামলায় গ্রেপ্তার দুই যুবলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকালে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহান তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার যুবলীগ নেতারা হলেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. শাজাহান সরকার এবং সাধারন সম্পাদক মো. মোতাহার হোসেন বাচ্চু।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক সফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের পর ওই দুই যুবলীগ নেতাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় কোতোয়ালি থানার পুলিশ। পরে বিচারক আগামী বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ওই দিন সকালে সদর উপজেলার ধানিখলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে যৌথ বাহিনীর একটি দল আসামিদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্থান্তর করে। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা সোহরাব আলী জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে সোর্পদ করে। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, বিগত ১৯ জুলাই ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় কলেজ শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর। সে নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকার বাসিন্দা আসাদুজ্জামান আসাদের ছেলে।

বিএনএনিউজ/ হামিমুর রহমান হামিম/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ