বিএনএ,ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করছেন।ইতোমধ্যে তাদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর শুরু হয়েছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জ সফরে সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন সারজিস।
মঙ্গলবার( ১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের পৌর স্টেডিয়ামে কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
এর আগে সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লেখেন, নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, আন্দোলনের সমন্বয়করা গত রোববার (৭ সেপ্টেম্বর) থেকে ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় শুরু করেন। ওই দিন চট্টগ্রাম যান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম মুন্সীগঞ্জে যান।
মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং স্বজনদের সঙ্গে মতবিনিময় করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক দল।
বিএনএনিউজ/ রেহানা