বিএনএ, ঢাকা: রাজধানীর আসাদগেট এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মো. জাহাঙ্গীর হোসেন (৫০) নামে এক মেডিকেল ইন্সট্রুমেন্ট ব্যবসায়ীর টাকা-পয়সা খোয়া গেছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পাকস্থলি ওয়াশ দিয়ে নতুন ভবনে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
ছেলে আরাফাত জানান, আমার বাবার উত্তরায় মেডিকেল ইন্সট্রুমেন্টের ব্যবসা রয়েছে। দুপুরের দিকে বাসা থেকে বের হয়ে উত্তরা তার প্রতিষ্ঠানে গাড়িতে একটি পানির বোতল নিয়ে পানি খায়। পরে আসাদগেট এলাকায় অচেতন অবস্থায় পড়ে থাকলে আমরা খবর পেয়ে বাবাকে দ্রুত ঢামেকে নিয়ে আসি।
তিনি জানান, আমাদের বাসা ঢাকার লালবাগ এলাকায়। বাবার কাছে টাকা-পয়সা কত ছিল আমাদের জানা নেই। সুস্থ হলে জানতে পারবো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আসাদগেট এলাকা থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক ব্যক্তি ঢামেকে এসেছে। তাকে পাকস্থলি ওয়াশ দিয়ে মেডিসিন বিভাগে ভর্তি করানো হয়েছে। তবে তার কত টাকা খোয়া গেছে সুস্থ হলে জানা যাবে।
বিএনএ/ আজিজুল, এমএফ