27 C
আবহাওয়া
১২:৪০ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » প্রিন্স অব ওয়েলস হচ্ছেন উইলিয়াম

প্রিন্স অব ওয়েলস হচ্ছেন উইলিয়াম


বিএনএ, ঢাকা:  ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর  ব্রিটেনের রাজা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে চার্লস ফিলিপ আর্থার জর্জকে।শুক্রবার (৯ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে কিং চার্লস জানিয়েছেন তার ছেলে উইলিয়াম হচ্ছেন পরবর্তী প্রিন্স অব ওয়েলস।

রাজপরিবার ছেড়ে যাওয়া প্রিন্স হ্যারি ও মেগানের উদ্দেশে বলেন, তারা বিদেশে নিজেদের জীবন গড়ে তুলছেন। তাদের প্রতি ভালোবাসা রইলো।

রাজা চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম সিংহাসনের উত্তরাধিকারী হয়েছেন এবং প্রিন্স অব ওয়েলস বা ‘ডিউক অব কর্নওয়াল’ উপাধি পাচ্ছেন। অন্যদিকে তাঁর স্ত্রী কেট মিডলটন তিনি উত্তরাধিকার সূত্রে ‘ডাচেস অব কর্নওয়াল’ উপাধি পাচ্ছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ