18 C
আবহাওয়া
৭:৪৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চেঙ্গী নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

চেঙ্গী নদীতে ডুবে প্রাণ গেল শিশুর

নদীতে ডুবে

বিএনএ খাগড়াছড়ি: খাগড়াছড়ির চেঙ্গী নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে  আরও এক শিশু । শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম, মো. সেলিম। সে উত্তর গঞ্জপাড়ার মো. দিদার হোসেনের ছেলে। নিখোঁজ রয়েছে একই এলাকার উজ্জল হোসেনের ছেলে মো. রিফাত।

পুলিশ জানিয়েছে, বেলা সাড়ে ১২ টার দিকে চেঙ্গী নদীতে গোসল করতে নামে সেলিম ও  রিফাত। সে সময় নদীর গভীর খাদে পড়ে দুই জনই ডুবে যায়। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে সেলিমকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখনও পর্যন্ত রিফাত নামে আরেক শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে নদীতে খোঁজাখুঁজি করছে স্থানীয়রা।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ