বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় একদিনে আরও ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১ হাজার ৩৬৯ জনে পৌঁছেছে। শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৯টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৪৯১ জন আহত হয়েছে। অনেক মরদেহ এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে, কারণ উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।’
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
বিএনএ/ ওজি/শাম্মী