বিএনএ, ঢাকা : থানা ও কারাগার থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা সেনাবাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন থানা ও কারাগার হতে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের কিছু ঘটনা ঘটেছে। এক্ষেত্রে কারো কাছে রক্ষিত এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ অথবা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অতি দ্রুত নিকটস্থ সেনা ক্যাম্পে জমা অথবা যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
দেশের ৪১৭টি থানায় সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। যারা পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বিএনএ,নিউজ/রেহানা/এইচ.এম/এইচমুন্নী