25 C
আবহাওয়া
৪:০৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা: কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে মো. ইদ্রিস আলী (৬০) নামে এক কারাবন্দি হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর দেড়টায় অচেতন অবস্থায় কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইদ্রিস আলীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী মো. রোকন জানান, দুপুরে ইদ্রিস আলী কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসি। এরপর তাকে মেডিসিন ওয়ার্ডের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো.বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/আজিজুল হাকিম,বিএম

Loading


শিরোনাম বিএনএ