Bnanews24.com
Home » হালদা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু
বৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃৃহত্তর চট্টগ্রাম

হালদা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম :ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মাছ ধরতে গিয়ে  হালদা নদীতে ডুবে মামুনুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।বুধবার (১০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিলের  নাছির মোহাম্মদ ঘাটে এ ঘটনা ঘটে। তিনি নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দীন মুন্সির বাড়ির মৃত আহম্মদ মিয়ার ছেলে।

ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মাছ ধরতে গিয়ে নদী পারাপারের সময় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

বিএনএ/ ওজি