14 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামের বাঁশখালীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীতে  রাশেদা বেগম (৫০) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ জুলাই) রাতে  বৈলছড়ি ইউনিয়নের ঘোনাপাড়া এলাকারে নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রাশেদা বেগম বৈলছড়ি ইউনিয়নের নুরুল ইসলামের স্ত্রী। রাশেদা দুই কন্যা সন্তানের জননী।

ধারণা করা হচ্ছে,  একদিন আগে বাসায় গলা কেটে ওই নারীকে হত্যা করা হয়। তিনি তখন বাসায় একাই ছিলেন।  সম্পত্তির দ্বন্দ্বে নিহতের পরিচিত কেউ এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বাঁশখালী থানার উপপরিদর্শক রাজিব চন্দ্র পোদ্দার গণমাধ্যমকে   এ তথ্য নিশ্চিত করেন ।

তিনি বলেন, মহিলার স্বামী  শহরে নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন।  ধারণা করছি, শনিবার রাতেই তাকে সম্পত্তির বিষয় নিয়ে গলা কেটে হত্যা করে থাকতে পারে। বাসার দরজা খোলা ছিল। প্রতিবেশীদের বাড়ি একটু দূরে হওয়ায় শনিবার রাত থেকে রোববার দিনভর কেউ বিষয়টা খেয়াল করেনি। রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি৷

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ