28 C
আবহাওয়া
১২:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » গরমে লুঙ্গি পরে অফিস করার আবেদন 

গরমে লুঙ্গি পরে অফিস করার আবেদন 


বিএনএ, নীলফামারী : তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। তারমধ্যে বিদ্যুৎ সংকটে কষ্টসাধ্য জীবন পার করছে বিভিন্ন অফিসে কর্মরতরা। কষ্ট লাঘবে লুঙ্গি পড়ে অফিস করার অনুমতি চেয়েছেন এক কর্মচারী। রীতিমত দরখাস্ত লিখে আবেদন জানান।

বৃহস্পতিবার (৮ জুন) নীলফামারীর সৈয়দপুরের সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের এক কর্মচারী এ আবেদন করেছেন

বিষয়টি নিশ্চিত করছেন ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক এসরাফ আহমেদ।

আবেদন পত্রে নওশাদ আনছারী লিখেন, সারাদেশে তীব্র দাবদাহ বইছে। সৈয়দপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনুভূত হচ্ছে। বৃষ্টিহীন অসহ্য গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে একটানা প্যান্ট পরে কাজ করা দুরূহ হয়ে পড়েছে। এতে শরীরের নানা স্থানে চুলকানিও শুরু হয়েছে। তাই লুঙ্গি পরে অফিস করার অনুমতি চান তিনি।

বিদ্যুৎ না থাকায় কম্পিউটারে কম্পোজ করতে না পেরে হাতেই পত্রটি লিখেছেন বলে জানান নওশাদ।

সেন্ট্রাল ইন্সুরেন্স কোম্পানির সৈয়দপুরের ব্যবস্থাপক এসরাফ আহমেদ বলেন, লুঙ্গি পড়ে অফিস করার বিষয়ে একটি আবেদন পেয়েছি। এবিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি। রোববার আলোচনা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ