বিএনএ, ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ডারবানে বক্সিং রিংয়ে স্ট্রোক করে মারা গেছে এক বক্সার । বিশ্ব বক্সিং সংস্থার পরিচালিত ডব্লিউবিএফ অল আফ্রিকা লাইটওয়েট প্রতিযোগিতা চলছে ডারবানে। তারই এক লড়াইয়ে বুথেলেজি মুখোমুখি হয়েছিলেন সিফেসিলে এমতুঙ্গওয়ার। সেই খেলার শেষ রাউন্ডের খেলা যখন চলছে, তখনই ঘটে এই বিপর্যয়।
এই ঘটনার পাঁচ সেকেন্ড আগেও সুবিধাজনক অবস্থানে ছিলেন বুথেলেজি। ঘুষি চালাতে চালাতে প্রতিপক্ষ সিফেসিলেকে এক সময় নিয়ে যান রিংয়ের ধারে, নিয়ন্ত্রণ হারিয়ে সিফেসিলে আছড়ে পড়েন দড়িতে।
এরপরই ঘটল ঘটনাটা। খেলা আবারও শুরু করার পরেই দিশেহারা হয়ে পড়েন বুথেলেজি। ডান দিকে ঘুরে গিয়ে শূন্যে ঘুষি চালাতে শুরু করেন, এমন দৃশ্যের দেখা মেলে কেবল অনুশীলনের সময়ে।
প্রথমে বোঝা যায়নি। তবে রেফারি যখনই বুঝতে পারলেন, তখনই খেলা বন্ধ করে ডাক্তারদের রিংয়ে আসার নির্দেশ দেন। চিকিৎসকরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বুথেলেজির। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিছুক্ষণ পরে তার মৃত্যু হয়।
বিএনএ/ ওজি