Bnanews24.com
করোনাভাইরাস টপ নিউজ বাংলাদেশ সব খবর

করোনা: রাজশাহী মেডিকেলে ১২ জনের মৃত্যু

করোনা: রাজশাহী মেডিকেলে ১২ জনের মৃত্যু

বিএনএ, রাজশাহী : করোনায় আক্রান্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে  গত ২৪ ঘণ্টায় আরও  ১২ জনের মৃত্যু হয়েছে।রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস  বৃহস্পতিবার(১০ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন। তাঁদের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। অপর পাঁচজন নমুনা পরীক্ষার আগেই মারা গেছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১২ জনের মধ্যে রাজশাহীর ৯ জন ও চাঁপাইনবাবগঞ্জের তিনজন রয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে নতুন করে ৪২ জন ভর্তি হয়েছে। এ নিয়ে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ২৯০ জন।

এদিকে, গতকাল বুধবার রামেক হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে ৪০৪ জনের নমুনা পরীক্ষার পর ১৬৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৮৩।

বিএনএ/ ওজি