31.3 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল


বিএনএ, বিশ্বডেস্ক : অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের সুপ্রিম কোর্ট আগামী ১ জুন পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে। শুক্রবার (৯ মে) কেজরিওয়ালের জামিনের আদেশ দেন আদালত।

জামিনে থাকার সময় তিনি ভারতে চলমান লোকসভা নির্বাচনের প্রচারাভিযানে অংশ নিতে পারবেন।

ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২ জুন আম আদমি পার্টির এ প্রধান নেতাকে আত্মসমর্পণ করতে হবে।

এর আগে গত ২১ মার্চ রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেপ্তার করে। এ সময় তার বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

তার আগে নয়বার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমন এড়িয়েছেন তিনি। পরে গ্রেপ্তারের দিন সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। এ সময় তার ফোন বাজেয়াপ্ত করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ