22 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ভাইকে বাঁচাতে কুবি শিক্ষার্থীর আকুতি

ভাইকে বাঁচাতে কুবি শিক্ষার্থীর আকুতি

ভাইকে বাঁচাতে কুবি শিক্ষার্থীর আকুতি

বিএনএ, কুবিঃ দূরারোগ্য ব্যাধি ‘একিউট লিওকোমিয়ায়’ আক্রান্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহসানুল হক শিপনের ছোট ভাই রবিউল ইসলাম। একিউট লিওকোমিয়া এমন এক জটিল রোগ যা চিকিৎসা বিজ্ঞানে ব্লাড ক্যান্সার নামে পরিচিত। রবিউলের জন্য দোয়া ও সহযোগিতা চেয়েছেন তার বড় ভাই শিপন।

রবিউলের বড় ভাই শিপন বলেন, রবিউল আমার ছোট ভাই। ক্যান্সার আক্রান্ত হওয়ার আগে সে আমাদের এলাকায় স্থানীয় একটা কোম্পানিতে চাকরি করতো। তার উপার্জনের টাকা দিয়েই মূলত আমাদের পরিবার চলতো। আমার পড়ার খরচও চালাতো সে। আর এখন সে এমন দুরারোগ্য রোগে আক্রান্ত। অথচ বড় ভাই হিসেবে আমি তার জন্য কিছুই করতে পারছি না।

রবিউলের পরিবার সূত্রে জানা যায়, রবিউল বর্তমানে রাজধানীর সিনিয়র সিটিজেন হেলথ কেয়ারে চিকিৎসাধীন। তার চিকিৎসায় প্রয়োজন বিপুল অংকের অর্থ। যা রবিউলের নিম্ম মধ্যবিত্ত পরিবারের পক্ষে জোগাড় করা প্রায় অসম্ভব। তাই রবিউলকে বাঁচাতে কেউ সাহায্য করতে চাইলে সাহায্য পাঠাতে পারেন- ০১৯১৮৫৩৪৭৭৮ (বিকাশ), ০১৯১৮৫৩৪৭৭৮ (নগদ) ও ০১৯১৮৫৩৪৭৭৮-৭ (রকেট)।

বিএনএনিউজ/হাবিবুর,মনির

Loading


শিরোনাম বিএনএ