26 C
আবহাওয়া
১০:৫১ পূর্বাহ্ণ - এপ্রিল ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে নিজস্ব ব্যবস্থাপনায় রপ্তানির পরিকল্পনা

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে নিজস্ব ব্যবস্থাপনায় রপ্তানির পরিকল্পনা

ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে নিজস্ব ব্যবস্থাপনায় রফতানি পরিকল্পনা

বিএনএ, ঢাকা: ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সরকার নিজস্ব ব্যবস্থাপনায় তৃতীয় দেশগুলোতে রপ্তানি সক্ষমতা অর্জনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, হঠাৎ ভারতের নেয়া এমন সিদ্ধান্তে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বাণিজ্যিক সক্ষমতা বাড়াতে কাজ চলছে। রপ্তানি ও যোগাযোগের ক্ষেত্রে যাতে কোনও ঘাটতি না পড়ে সেটার সক্ষমতাও বাড়ানোর চেষ্টা করবে সরকার। ভারতের তিনটি বন্দর ব্যবহার করে ৪০ থেকে ৫০ হাজার মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে উঠবে ।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩ মাস স্থগিত করা নিয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক ঘোষণা স্থগিত করায় দুই দেশের মধ্যে শুল্ক সমস্যা সমাধান সহজতর হবে।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ