17 C
আবহাওয়া
৫:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » ছেলেকে বাঁচাতে গিয়ে আহত চিকিৎসক কোরবান আলীর মৃত্যু

ছেলেকে বাঁচাতে গিয়ে আহত চিকিৎসক কোরবান আলীর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সন্তানকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে হাসপাতালের আইসিইউতে থাকা চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ এপ্রিল) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকা কোরবান আলীকে মৃত ঘোষণা করা হয়েছে বলে তার ছেলে আলী রেজা জানিয়েছেন।

আলী রেজা জানান, ভোর সাড়ে ৫টার দিকে আইসিইউতে তার বাবার  মৃত্যু হয়েছে।

গত ৫ এপ্রিল নগরীর আকবর শাহ থানার ফিরোজশাহ কলোনি ঈদগাঁও মাঠ সংলগ্ন জে লাইনে  কিশোর গ্যাংয়ের হামলার মুখে পড়েন দন্ত চিকিৎসক কোরবান আলীর ছেলে আলী রেজা। ছেলেকে মারধর করতে দেখে বাঁচাতে গিয়ে নিজেও হামলার শিকার হন কোরবান আলী। তার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়েছিল বলে জানিয়েছিলেন আলী রেজা। কোরবান আলীকে চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পর অবস্থার অবনতি হয়। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ