17 C
আবহাওয়া
৭:১০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » করোনা আপডেট: মৃত্যু নামলো একশোর নিচে, শনাক্তও কমল

করোনা আপডেট: মৃত্যু নামলো একশোর নিচে, শনাক্তও কমল


বিএনএ, ডেস্ক : করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৭৩ জন মারা গেছে। এসময়ে সংক্রমিত হয়েছেন ৩৬ হাজার ৩৩৭ জন। এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৩৭ হাজার ৭১৮ জনে দাঁড়াল । এ ছাড়া মোট শনাক্ত ৬৮ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ১৪৮ জন।

সোমবার (১০ এপ্রিল) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ২ জন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮ জন এবং মারা গেছেন ৩৬ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২০১ জন এবং মারা গেছেন ১ জন। জাপানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ১৫ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে শনাক্ত ২৫৩ জন এবং মারা গেছেন ৩ জন, অস্ট্রিয়ায় শনাক্ত ১ হাজার ৮০ জন, ইন্দোনেশিয়ায় শনাক্ত ৫৬৫ জন এবং মারা গেছেন ২ জন, ফিলিপাইনে শনাক্ত ১৭৭ জন এবং মারা গেছেন ৪ জন, সার্বিয়ায় শনাক্ত ৩৬৫ জন এবং মারা গেছেন ৩ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ