21 C
আবহাওয়া
৯:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » মুন্সীগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সীগঞ্জে বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু


বিএনএ,মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তার স্ত্রী কানুন বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক সার্জন পার্থ শংকর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কানুন বেগমের শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল। আইসিওতে রেখে তার চিকিৎসা চলছিল।

এর আগে গত ৬ এপ্রিল রাত ৯টার দিকে রামগোপালপুর পৌরসভার মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণ হয়। এতে পৌর মেয়র আব্দুস সালামের স্ত্রী, পৌরসভার প্যানেল মেয়রসহ ১৩ জন দগ্ধ হন। পুলিশ জানায়, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ হয়।

Loading


শিরোনাম বিএনএ