24 C
আবহাওয়া
১০:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বইমেলা শেষ হচ্ছে ১২ এপ্রিল

বইমেলা শেষ হচ্ছে ১২ এপ্রিল


বিএনএ,ঢাকা:অমরা একুশে গ্রন্থমেলা ১৩ এপ্রিলের পরিবর্তে ১২ এপ্রিল শেষ হবে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানিয়েছেন।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং লকডাউনের কারণে এক দিন আগেই বইমেলা শেষ করা হবে বলে তিনি জানান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এ তথ‌্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৪ এপ্রিল থেকে আবারও এক সপ্তাহের জন্য কঠোর নিয়ম মেনে লকডাউনে যাচ্ছে সারাদেশ। পুর্ব নির্ধারিত ১৩ তারিখ মেলা শেষ হলে স্টল ভাঙা, বই নিয়ে যাওয়ার কাজ শেষ করতে পারবেন না প্রকাশকরা। তাই এই বিষয়টা মাথায় রেখে একদিন আগে মেলা শেষ করে দেওয়া হয়েছে। যাতে লকডাউনের আগে প্রকাশকরা তাদের স্টলের সব মালামাল নিয়ে যেতে পারেন।

প্রতি বছরের ১ ফেব্রুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা শুরু হয়। মেলা চলে এক মাস। তবে এবার করোনার কারণে গত ১৮ মার্চ উদ্বোধন করা হয় বইমেলা। গণভবন থেকে ভার্চুয়ালি অমর একুশে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Loading


শিরোনাম বিএনএ