বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (১০ মার্চ) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বুড়ি পুকুর পাড় এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে শেষ হয়। বিক্ষোভকারীরা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে নানা স্লোগান দেন।

বক্তারা বলেন, বর্তমানে দেশে নারী ও শিশুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষণ, নিপীড়নসহ বিভিন্ন সহিংসতার শিকার হলেও বিচার পাচ্ছে না অধিকাংশ ভুক্তভোগী। ধর্ষকদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম সার্বিক অবনতি হয়েছে। কোনো তালবাহানা মেনে নেওয়া হবে না। দেশে নারী নির্যাতন, হত্যা, চুরি ও ছিনতাই বাড়ছে, যা নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে।
দেশব্যাপী চলমান সকল ধর্ষণের ঘটনা দ্রুত বিচার এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির বোয়ালখালী শাখার নেতা নাজমুস সাকিব তামিম, ছাত্র প্রতিনিধি ওবাইদুল মোস্তফা মো. মাহির, ফয়সাল নাহিন, মো. আসিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ফয়সাল উদ্দিন রায়হান, সদস্য আরিফুর ইসলাম, মহানগর সংগঠক নিবরাস বিন, ছাত্র প্রতিনিধি সানজিদা, সাইমা, সাথী ও মুহিত হোসাইন প্রমুখ।
বিএনএনিউজ/ বাবর মুনাফ