32 C
আবহাওয়া
২:৫৮ অপরাহ্ণ - এপ্রিল ১৪, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে জ্বালাকুমারী মাতৃমন্দিরের মহোৎসব ১৩ মার্চ

বোয়ালখালীতে জ্বালাকুমারী মাতৃমন্দিরের মহোৎসব ১৩ মার্চ

বোয়ালখালীতে জ্বালাকুমারী মাতৃমন্দিরের মহোৎসব ১৩ মার্চ

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে বোয়ালখালীতে সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দিরে বৃহস্পতিবার (১৩ মার্চ) ও শুক্রবার (১৪ মার্চ) ২০তম বার্ষিক ভগবান শ্রীকৃষ্ণের দোল পূর্ণিমা উদযাপন উপলক্ষে মহতী ধর্মসভা, শ্রীমদ্ভগবদ গীতাপাঠ ও মহোৎসব অনুষ্ঠিত হবে।

সার্বজনীন শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃমন্দির উৎসব উদযাপন কমিটির উদ্যোগে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী কবিয়াল রমেশ শীলের বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে নানা কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মহতী ধর্মসভা, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, ও আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় মঙ্গল গুরু বন্দনা ও নগর কীর্ত্তন, দোলপূজা, শ্রীমম্ভগবদ গীতাপাঠ ও আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন। এতে টিভি, বেতার ও স্থানীয় শিল্পীগোষ্ঠী সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন।

মহতী এ অনুষ্ঠানে সকল সনাতনী সুধী ও ভক্তস্বজনদের অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন উৎসব উদযাপন কমিটির সভাপতি সাধন শীল ও সাধারণ সম্পাদক অন্তর শীল।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ