26 C
আবহাওয়া
৪:৫১ পূর্বাহ্ণ - মে ২০, ২০২৪
Bnanews24.com
Home » ধরা চট্টগ্রাম চ্যাপ্টারের আহবায়ক রানা দাশগুপ্ত, সদস্য সচিব শারুদ নিজাম

ধরা চট্টগ্রাম চ্যাপ্টারের আহবায়ক রানা দাশগুপ্ত, সদস্য সচিব শারুদ নিজাম

ধরিত্রী রক্ষায় আমরা(ধরা)

চট্টগ্রাম: ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর আয়োজনে রবিবার (১০ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম বিভাগের পরিবেশ সংরক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবীণ আইনজীবী, সংগঠক এ্যাডভোকেট রাণা দাশ গুপ্তের সভাপতিত্বে ও  পরিবেশ সংগঠক ও প্রাণপ্রকৃতি পত্রিকার সম্পাদক শারুদ নিজামের সঞ্চালনায় এ সভায় ক্যাডেট ফোরাম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ধরা চট্টগ্রাম এর সমন্বয়ক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী।

মুখ্য আলোচক ছিলেন ধরা কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব শরীফ জামিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধরা’র কেন্দ্রিয় সহ আহবায়ক এম এস সিদ্দিকী, সদস্য আব্দুল করিম, সদস্য ইকবাল ফারুক, চট্টগ্রাম কলেজ প্রাণীবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ইউনুস হাসান, চট্টগ্রাম বন বিভাগের পরিচালক মোল্যা রেজাউল করিম।

পরিচিতি পর্ব শেষে “প্রকৃতি, পরিবেশ এবং পার্বত্য চট্টগ্রামঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়” বিষয়ে প্রতিবেদন উপস্থাপন করেন অর্জন চাকমা ও বিধান চাকমা। তারা পার্বত্য চট্টগ্রামের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব এবং এ থেকে পরিত্রাণের উপায় তুলে ধরেন।

বন্দরনগরী চট্টগ্রাম বিষয়ে গুরুত্বপূর্ণ ও সাবলীল প্রতিবেদন উপস্থাপন করেন চবি ভূগোল বিভাগের অধ্যাপক ডঃ ইকবাল সরোয়ার। তিনি চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা, ভূমিধ্বস, অগ্নিকান্ড, বিদ্যুৎ বিপর্যয়, পাহাড় ধ্বস ও সুপেয় পানির বিষয় ও এর থেকে পরিত্রাণের উপায়সমূহ তুলে ধরেন।

প্রবীণ আইনজীবী, সংগঠক এ্যাডভোকেট রাণা দাশ গুপ্তের সভাপতিত্বে
প্রবীণ আইনজীবী, সংগঠক এ্যাডভোকেট রাণা দাশ গুপ্ত সভাপতির বক্তব্য রাখেন। বিএনএ

চট্টগ্রাম শহরের বায়ুদূষণ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন স্যার মরিস ব্রাউন স্কুলের শিক্ষিকা নাজমা ইয়াসমিন।
পেকুয়া হতে প্রবন্ধ উপস্থাপন করেন জনাব দেলোয়ার হোসাইন। চট্টগ্রাম নগরীর যানজট, ফুটপাথ দখল ও সুপেয় পানির সমস্যা নিয়ে আলোচনা করেন ফুলকলি গ্রুপের জিএম ও সমাজকর্মী জনাব এম এ সবুর।

কুতুবদিয়ার পরিবেশ ও প্রতিবেশের উপর প্রতিবেদন উপস্থাপন করেন জনাব শহিদুল ইসলাম। কর্ণফুলী দূষণ নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী।

চট্টগ্রাম ফরেস্ট একাডেমীর পরিচালক মোল্যা নজরুল ইসলাম পরিবেশ রক্ষায় দৈনন্দিন নাগরিক জীবনের দায়িত্ব ও কর্তব্য নিয়ে সাবলীল আলোকপাত করেন।

চুনতি অভয়ারণ্য বিষয়ক বিস্তারিত আলোকপাত করেন শিক্ষক ও চুনতি গবেষক জনাব সানজিদা রহমান।

কক্সবাজারের পরিবেশ নিয়ে আলোচনা করেন জনাব ফজলুল কাদের চৌধুরী। আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, বিকাশ চৌধুরী, লায়ন কোহিনুর কামাল, রেহানা, আবসার মাহফুজ, সারোয়ার আমিন বাবু, জসিম চৌধুরী, প্রফেসর ইউনুস হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্দুল করিম কিম প্রমুখ।

মুখ্য আলোচকের বক্তব্য রাখেন ধরা কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব জনাব শরীফ জামিল। তিনি ধরা চট্টগ্রাম চ্যাপ্টারের আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ পরিবেশ আন্দোলনে চট্টগ্রামএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি ধরা কেন্দ্রিয় কমিটির পক্ষে এডভোকেট রানা দাশগুপ্ত কে ধরা চট্টগ্রাম এর আহবায়ক ও প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজামকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করেন।

শেষে উক্ত মহতি অনুষ্ঠানের সভাপতি এডভোকেট রানা দাশগুপ্ত উক্ত আয়োজক কমিটিকে এবং উপস্থিত সকলকে উক্ত আন্দোলনের সাথে শরিক থেকে পরিবেশ রক্ষায় যুক্ত থাকার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে পরিবেশ বিষয়ক গান পরিবেশন করেন অভি কিম্বলে ও তার দল।

সভার শেষে ধরা চট্টগ্রাম এর সমন্বয়ক ইমাম হোসেন চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ধরা চট্টগ্রাম চ্যাপ্টারের আহবায়ক- কমিটির প্রস্তাবনা রাখেন।

বিএনএ,এসজিএন/এইচমুন্নী 

Loading


শিরোনাম বিএনএ