15 C
আবহাওয়া
৬:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » দুইজন এক বিছানায় এক চাদ‌রে ঘুমানো কী উচিত, যা বললেন ডক্টর খা‌লিদ

দুইজন এক বিছানায় এক চাদ‌রে ঘুমানো কী উচিত, যা বললেন ডক্টর খা‌লিদ

অধ‌্যাপক ডক্টর আফম খা‌লিদ হোসাইন

মিরসরাই প্র‌তি‌নি‌ধি: বি‌শিষ্ট কুরআন গ‌বেষক, কলা‌মিষ্ট, সা‌হি‌ত্যিক চট্টগ্রাম জি‌রি মাদ্রাসার শাইখুল হা‌দিস ও চট্টগ্রাম ওমরগণি এমইএস ক‌লে‌জের সা‌বেক অধ‌্যাপক ডক্টর আফম খা‌লিদ হোসাইন ইসলামে পর্দার গুরুত্ব বুঝা‌তে দুইজন পুরুষ‌কেও একই বিছানায় একই চাদ‌রের ন‌ি‌চে ঘুমা‌নো ইসলা‌ম হারাম ক‌রে‌ছে বলে জানিয়েছেন। কারণ এতে ঘ‌ুমে উভ‌য়ের ম‌ধ্যে জেনা হওয়ার ঝুঁকি থা‌কে।

তদরুপ মে‌য়ে বাবার সা‌থে, ছে‌লে ম‌ায়ের সা‌থে, ভাই বো‌নের সা‌থে নি‌র্দিষ্ট বয়‌সের পর একই বিছানায় থাক‌তে হারাম ক‌রে‌ছেন আল্লাহ। এমন‌কি একে অপ‌রের ক‌ক্ষে প্র‌বেশ কর‌তে‌ বিনা অনুম‌তি‌তে প্র‌বেশ নি‌ষেধ করেছন আল্লাহ, উল্লেখ করেন ডক্টর আফম খা‌লিদ।

মিরসরাইয়ের মাওলানা শেখ আব্দুল ম‌া‌লেক (রহ:) দারুল আরকাম ইব‌তেদা‌য়ী মাদ্রাসা প্রকাশ কুরুয়া মাদ্রাসার ১০ম বা‌র্ষিক ওয়াজ মাহ‌ফি‌লে প্রধান ওয়া‌জের বক্ত‌ব্যে ব‌ি‌ভিন্ন ইসলা‌মি মাসআলা সম্প‌র্কে বল‌তে গি‌য়ে এসব তথ্য তুলে ধরেন মাওলানা ডক্টর আফম খা‌লিদ হোসাইন।

গত ১০ মার্চ ১৪ নং হাইতকা‌ন্দি কুরুয়া মাদ্রাসার মাহ‌ফি‌লে ইসলা‌মের‌ বি‌ভিন্ন বি‌ধি‌নি‌ষেধ ও ইসলা‌মি জীবন যাপন নি‌য়ে ওয়াজ করা হয়। মাদ্রাসা সভাপ‌তি বি‌শিষ্ট ব‌্যাবসা‌য়ি ও সমাজ‌সেবক নুর উল্লাহ লিট‌নের সভাপ‌তি‌ত্বে প্রধান অ‌তি‌থি ছি‌লেন মিরসরাই উপ‌জেলা আওয়ামী‌লী‌গের সভাপ‌তি স্থা‌নিয় ইউপি চেয়ারম‌্যান জাহাঙ্গীর ক‌বি‌র চৌধুরী।

মাহফিলে বি‌শেষ ওয়া‌য়ে‌জেন হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন ইসলা‌মি চিন্তা‌বিদ নোয়াখা‌লির এখলাছপুর ফা‌জিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোবারক উল্লাহ, মহালংকা উচ্চ‌ বিদ‌্যাল‌য়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা‌ তোফাজ্জাল হো‌সেন ভুইয়া প্রমুখ।

ইসলাম ও কোরআনের‌ হেফাজতকারী একমাত্র আল্লাহ

এছাড়া অধ‌্যাপক ডক্টর আফম খা‌লিদ হোসাইন আসন্ন রমজা‌নে‌ রোজাদার‌দের ইফতারী করা‌নোর ওপর ইসলা‌মে গুরুত্ব তু‌লে ধ‌রেন। বিশ্বব‌্যাপি ইসলাম ও কোরআন বি‌রো‌ধী শ‌ক্তির অপতৎপরতার কথা উল্লেখ ক‌রে তিনি ব‌লেন, আল্লাহ ইরশাদ ক‌রে‌ছেন ইসলাম ও কোরআনের‌ হেফাজতকারী একমাত্র মহাশক্তিধর মহান আল্লাহ। তাই কোরআন ও ইসলাম‌কে যারা নি‌শ্চিহৃ কর‌তে চায়, তারা কখ‌নোই সফল হ‌বে না।

মাদ্রাসা সুপার মাওলানা আরিফুল ইসলা‌মের সঞ্চালনায় মাদ্রাসা সভাপ‌তি নুরউল্লাহ লিট‌নের সমাপ‌নী বক্তব্যে ও রাত ১১টায় দোয়া মুনাজা‌তের মধ‌্য দি‌য়ে ম‌াহ‌ফিল শেষ হয়।

বিএনএনিউজ২৪, আশরাফ, বিএম, জিএন,

Loading


শিরোনাম বিএনএ