28 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ত্বরিকত হচ্ছে আল্লাহকে পাবার সহজ পথ

ত্বরিকত হচ্ছে আল্লাহকে পাবার সহজ পথ

আলহাজ্ব শাহসুফি হযরত মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী

রাঙ্গুনীয়া(চট্টগ্রাম): ত্বরিকত হচ্ছে আল্লাহকে পাওয়ার একটি সহজ পথ। বিশেষ করে কাদেরীয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দেদীয়া প্রভৃতি ত্বরিকত বিশ্বমাঝে প্রচলিত, পরিচিত ও সমাদৃত। সকল ত্বরিকতের ইমাম বা পীরগণের উদ্দেশ্য হলো তাঁদের নিজ নিজ মুরিদদের উপযুক্তভাবে গড়ে তুলে আল্লাহপাক রাব্বুল আলামীন ও হুজুরপাক (স.)’র কাছে সমর্পিত করা।

শনিবার(১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী কাফেলা ও শাহ মজিদিয়া আজমগড়ী ইসলামী যুব কাফেলা, রাঙ্গুনিয়া উপজেলার শাখার যৌথ উদ্যোগে ৫ম ত্বরিকত সম্মেলন হযরত বড় হুজুর কেবলা (রহ.) ও ছোট হুজুর কেবলা (রহ.) এলাকার সকল মুরুব্বিগণের ঈছালে সওয়াব, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

রাঙ্গুনিয়া ঠান্ডাছড়ি শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের পরিচালক মাওলানা মো. ইসহাকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গারাঙ্গিয়া দরবার শরীফের পীর সাহেব রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত, পীরে কামেল, মুর্শিদে বরহক, আলহাজ্ব শাহসুফি হযরত মাওলানা শাহ্জাদা মাহমুদুল হক মজিদী।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারী আলহাজ্ব আহমদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ্জাদা মাওলানা মুহাম্মদ মহিউদ্দীন মজিদী, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম, চন্দনাইশস্থ জাফরাবাদ সিনিয়র ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইউছুফ-বিন-নূরী, মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ কাদেরী, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা হাফেজ মুহাম্মদ হোসাইন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ নিশ্চিন্তাপুর সরকারি জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মুহাম্মদ আয়ুব খান, হোছনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দানু মিয়া তালুকদার, সাবেক চেয়ারম্যান এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ আতাউর রহমান, মো. খোরশেদ আলম, মো. বদিউল আলম, মো. মুছা সওদাগর, মো. জাহাঙ্গীর আলম রনি, মো. বাদশা সওদাগর, আলহাজ্ব মাওলানা আহম্মদ ছাফা মজিদী, মো. রবিউর রহমান (সান), হাফেজ মাওলানা মুহাম্মদ মামুনুর রশিদ, হাফেজ মুহাম্মদ জিসান। প্রধান অতিথির বায়াত, মিলাদ, ক্বিয়াম ও সমাপনী মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ