36 C
আবহাওয়া
১২:২৫ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ৪

রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত ৪


বিএনএ, রাঙামাটি : রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে পড়ে ৪ জন পর্যটক আহত হয়েছেন। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিম্পল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝুলন্ত ব্রীজ এলাকায় চট্টগ্রামের মাদারবাড়ী রাবেয়া ওয়ার্কসপ থেকে আসা পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪০ ফুট গভীরে খাদে পড়ে যায়। এতে চার পর্যটক মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করান। এর মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল পাঠানো হয়।

আহতরা হলেন, আসমা খাতুন (৪৭), ছখিনা বেগম (৫৩), নুরুল ইসলাম (৫০), এবং মোঃ টিপু (২৫)।

বাসের যাত্রী আবদুল্লাহ বলেন, ভ্রমণ শেষে ৪০ জন পর্যটকের বাসটি চট্টগ্রাম উদ্দেশ্য রাওনা দেন। এর মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। তবে আমরা আসার আগে স্থানীয়রা আরও তিন জনকে উদ্ধার করেন।

বিএনএনিউজ/কাইমুল ইসলাম ছোটন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ