21 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারা উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান শপথ নিলেন

আনোয়ারা উপজেলার ৯ ইউপি চেয়ারম্যান শপথ নিলেন

ইউপি চেয়ারম্যানের শপথ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মধ্যে ৯ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মমিনুর রহমান নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেকসহ ইউপি চেয়ারম্যানরা।

৯ ইউপির শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন, বৈরাগ ইউনিয়নের নওয়াব আলী, বারশত ইউনিয়নের এম এ কাইয়ুম শাহ, রায়পুর ইউনিয়নের আমিন শরীফ, বরুমচড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বারখাইন ইউনিয়নের হাসনাইন জলিল শাকিল, সদর ইউনিয়নের অসীম কুমার দেব, চাতরী ইউনিয়নের আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, হাইলধর ইউনিয়নের কলিম উদ্দিন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ৯জন চেয়ারম্যানের মধ্যে ৮জন এবং ৩১ জানুয়ারী জুঁইদন্ডীর নির্বাচনে ১জনসহ ৯জন শপথ গ্রহণ করেন। তবে অসুস্থতার কারনে শপথ নিতে পারেননি ৯নংপরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী। এদিন ৪নং বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরীও শপথ গ্রহণ করেনি।

বিএনএ নিউজ২৪, এনামুল হক নাবিদ,জিএন

Loading


শিরোনাম বিএনএ