20 C
আবহাওয়া
৮:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » আল জাজিরার সম্প্রচার বন্ধে রিট শুনানি আজ

আল জাজিরার সম্প্রচার বন্ধে রিট শুনানি আজ

আল জাজিরা

বাংলাদেশে কাতারভিত্তিক আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে রিটের ওপর শুনানি হবে আজ।

বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

গতকল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য পুনরায় এ সময় নির্ধারণ করেন।

এর আগে, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় শুনানির সময় নির্ধারণ করেছিলেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এনামুল কবীর ইমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) দেশে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা টেলিভিশন নেটওয়ার্কের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে সংবাদমাধ্যমটির প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ইউটিউব, টুইটার, ফেসবুকসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ