20 C
আবহাওয়া
৯:২০ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে আটক সুইস নাগরিকের আত্মহত্যা

গুপ্তচরবৃত্তির অভিযোগ, ইরানে আটক সুইস নাগরিকের আত্মহত্যা


বিএনএ, বিশ্বডেস্ক :ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক  সুইজারল্যান্ডের এক নাগরিক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়াহ।ইরানের সেমনান প্রদেশের প্রধান বিচারক মোহাম্মদ সাদেগ আখবারি বলেন, বৃহস্পতিবার সকালে সুইস নাগরিক সেমনান কারাগারে আত্মহত্যা করেছে।

আখবারি বলেছেন, আটক সুইস নাগরিককে ইরানি নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছিল এবং তার মৃত্যুর ঘটনা তদন্তাধীন ও প্রক্রিয়াধীন।

তবে কখন গ্রেফতার করা হয়েছিল, এছাড়া কতদিন ধরে আটক ছিলেন ওই বিদেশি নাগরিক সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

ইরান সাধারণত গুপ্তচরবৃত্তি বা নিরাপত্তা সম্পর্কিত অপরাধে বহু বিদেশি এবং দ্বৈত নাগরিককে আটক করে থাকে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এসব আটককৃত নাগরিকদের ব্যবহার করে কূটনৈতিক সুবিধা আদায় করে ইরান। যদিও তেহরান এই দাবি অস্বীকার করেছে।

এর আগে ২০১৮ সালে ইরানি-কানাডিয়ান পরিবেশবাদী ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাভুস সাঈদ-এমামি গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হন। ওই সময় তেহরানের একটি কারাগারে তিনি আত্মহত্যা করেন। তবে তার পরিবার এই দাবি অস্বীকার করেছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ