বিএনএ, চট্টগ্রাম: বোয়ালখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া সফি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকউল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, উপজেলা নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, পল্লী বিদ্যুতের ডিজিএম শ. ম. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, জয়িতা পুরুস্কারপ্রাপ্ত লেখিকা আরেফা বেগম, নছুমা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদ প্রদান করেন অতিথিরা।
বিএনএনিউজ/ বাবর মুনাফ/এইচমুন্নী