ঢাকা: স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৮৭৩ জন শহিদ হয়েছেন। ২১ হাজারের বেশি মানুষ আহত হয়েছে। তিনি আরো বলেন, এনজিও গুলোর দেশের আনাচে কানাচে কাজ করার সুযোগ রয়েছে। তারা যদি এমন রোগী খুঁজে পায় যে, আন্দোলনে আহত হয়ে চিকিৎসা পাচ্ছে না, কিংবা আগে রিকশা চালিয়ে জীবনযাপন করতেন, এখন পা হারিয়ে তার উপার্জন বন্ধ হয়ে গেছে, এরকম অসহায় মানুষদের কর্মসংস্থানের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ২১ হাজার আহত হয়েছে এবং ৪০ জন দুই চোখ হারিয়েছেন ওদের ভবিষ্যৎ কি? এই যে একটা মানসিক ট্রমার মধ্য দিয়ে তারা যাচ্ছে, তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে।
রবিবার (৮ ডিসেম্বর) এনজিও ব্যুরোর উদ্যোগে এনজিও ব্যুরোর সভাকক্ষে স্বাস্থ্য সেবায় এনজিও’র সম্পৃক্ততা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, সবাইকে মিলেমিশে দায়িত্ব নিতে হবে। এনজিও গুলোর প্রতি আহ্বান করে বলেন, যে মানুষগুলো আহত হয়ে পড়েছে তাদের পড়াশোনা কিংবা কাজের মধ্যে কিভাবে নিয়ে আসা যায় সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন। আন্দোলনে আহতদের মধ্যে ৭০ শতাংশ সাধারণ মানুষ। তাদের মধ্যে রিকশা, ভ্যানগাড়ি চালকও রয়েছে, বাকিরা শিক্ষার্থী।
নূরজাহান বেগম বলেন, দেশে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, বাল্যবিয়ে, স্কুল থেকে শিক্ষার্থী ঝড়ে পড়া নিয়ে উদ্বেগ আছে। এগুলো নিয়ে বিভিন্ন এনজিও গুলোর সাথে সরকার সমন্বয় করে কাজ করতে পারে। এনজিও গুলোর সাথে আমরা বিশদভাবে কাজের পরিকল্পনা নিতে পারি। তিনি বলেন, এখন ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। সবাই সচেতন হলে ডেঙ্গুতে আর একজনও মারা যাওয়ার কথা না। তাই জনগণের মাঝে সচেতনতা তৈরি করার জন্য আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে । যেখানে সেখানে আবর্জনা ফেলা, বদ্ধ পানি জমে থাকা এসবের বিরুদ্ধে সচেষ্ট হতে হবে।
এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না এবং স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। এছাড়া সভায় দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে এমন দেশি ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী