বিএনএ, জাবিঃ বিএনপি নেতা-কর্মী কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগ।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কের অংশে প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখা হয়।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘নয়া পল্টনে বিএনপি নেতা-কর্মী কর্তৃক আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলার প্রতিবাদে আমাদের এ অবস্থান কর্মসূচী। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ অরাজকতার প্রতিবাদে মহাসড়কে অবস্থান নিয়েছি। তবে এম্বুলেন্স সহ জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে নজর রাখছি।’
জাবি সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন বলেন, ‘বিএনপির সন্ত্রাসবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগের এ অবস্থান কর্মসূচি। আমরা ছাত্রনেতাদের সাথে কথা বলেছি তারা আমাদের আশস্ত করেছে অল্পসময়ের মধ্যে তারা তাদের অবস্থান কর্মসূচি তুলে নিবে। কিন্ত অবরোধের মধ্যেও জরুরি সেবা গুলো সচল রয়েছে।
বিএনএ/ সানভীর, ওজি