19 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে প্রতিবন্ধীকে মারধর করে টাকা ছিনতাই

ধামরাইয়ে প্রতিবন্ধীকে মারধর করে টাকা ছিনতাই

ধামরাইয়ে প্রতিবন্ধীকে মারধর করে টাকা ছিনতাই

বিএনএ,সাভার : ঢাকার ধামরাইয়ে আলী হোসেন (৩৩) নামে এক শারীরিক প্রতিবন্ধীকে মারধর করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় তাড়াহুড়া করে ছিনতাইকারী তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে যায়।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বিকেলে এ বিষয়ে ভুক্তভোগী কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের জালসা বউ বাজারে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অভিযুক্ত এরশাদ ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বালিয়াপাড়া জালসা এলাকার ইউনুস আলীর ছেলে। ভুক্তভোগী আলী হোসেন একই উপজেলার বড় উমরপুর গ্রামের মঙ্গল আলীর ছেলে।

ভুক্তভোগী আলী হোসেন বলেন, এরশাদ একটা বেয়াদব ছেলে। আমি ব্যবসা করে একটু ভালো আয় করতেছি দেখে তার সহ্য হয় না। আমার বউকে পর্যন্ত মাঝে মাঝে উল্টা পাল্টা কথা বলে। আমি তেলের টাকা পাঠাতে ব্যাংকে যাওয়ার পথে এরশাদ আমাকে মারধর করে আমার কাছে থাকা এক লক্ষ বিশ হাজার টাকা জোর করে ছিনিয়ে নেয়।

এদিকে ঘটনাটিকে মিথ্যা দাবি করে অভিযুক্ত আশরাফুল আলম এরশাদ বলেন, এটা আলী হোসেনের নাটক। আমি আলী হোসেনকে কোন মারধর করি নাই। টাকাও নেই নি।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রাসেল মোল্লা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএনএ/ ইমরান খান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ