21 C
আবহাওয়া
১১:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় মৃত্যুহীন আরও একটি দিন

করোনায় মৃত্যুহীন আরও একটি দিন

করোনায়

বিএনএ ঢাকা: দেশে মহামারি করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় কারোই মৃত্যু হয়নি। ফলে করোনায় মৃতের মোট সংখ্যা ২৮ হাজার ১৬ জনে অপরিবর্তিত থাকলো। ২০২০ সালের এপ্রিলের পর চলতি বছরের ১৯ নভেম্বর প্রথম করোনা ভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ।

তবে এই সময়ে ২৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ৫৫০ জনে। গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ২১৩ জনই ঢাকা বিভাগের, যা দিনের মোট শনাক্তের ৮০ শতাংশের বেশি। গত একদিনে সারাদেশের ৩৭টি জেলায় কেউ করোনায় আক্রান্ত হয়নি।

একদিনে করোনা থেকে সুস্থ হয়েছে ২৮৭ জন। এখন পর্যন্ত মোট  ১৫ লাখ ৪৩ হাজার ৪৯১ জন সুস্থ হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয় ২১ হাজার ৪৯৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার এক দশমিক ২২ শতাংশ। এখন পর্যন্ত মোট ১ কোটি ১০ লাখ ৬২ হাজার ৯০২টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ। প্রতি একশ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৭৭ শতাংশ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এই ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ