15 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রাশমিকা ছাড়লেন, রাশি ধরলেন

রাশমিকা ছাড়লেন, রাশি ধরলেন

রাশমিকা, রাশি

বিএনএ, বিনোদন ডেস্ক : অভিনেত্রী রাশমিকা মান্দানা। বর্তমান সময়ে ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের একজন তিনি।

সম্প্রতি শোনা যায়, হানু রাঘবপৌদি পরিচালিত একটি সিনেমায় অভিনয় করবেন রাশমিকা। এতে অভিনেতা দুলকার সালমান ও পূজা হেগড়েকেও দেখা যাবে। তবে সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন এই অভিনেত্রী। তার পরবর্তে অভিনয় করবেন রাশি খান্না।

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শুরুতে সিনেমাটিতে অভিনয় করতে চেয়েছিলেন রাশমিকা। কিন্তু সিডিউল জটিলতায় তা সম্ভব হচ্ছে না। তাই সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। পরবর্তী সময়ে রাশি খান্নাকে সিনেমাটির চিত্রনাট্য শুনিয়েছেন নির্মাতা। এই অভিনেত্রী এটি পছন্দও করেছেন। পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ের সম্মতি জানিয়েছেন। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

জানা গেছে, ষাটের দশকের প্রেক্ষাপটে নির্মিত হবে এই সিনেমা। এটি প্রযোজনা করছে বিজয়ন্তী মুভিজ ও স্বপ্না সিনেমা।

বর্তমানে রাশমিকার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে। ‘সুলতান’, ‘পোগারু’, ‘পুষ্পা’ ও ‘আদালো মেকু জোরালু’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘আরানমানাই থ্রি’, ‘মেতাবি’, ‘তুঘলক দরবার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রাশি খান্না।
বিএনএনিউজ/আরিফুল/জেবি

Loading


শিরোনাম বিএনএ