Bnanews24.com
Home » ‘ব্যাটল ফর বেঙ্গল’ : শেখ মুজিব চরিত্রে ভারতের আদিল
বিনোদন

‘ব্যাটল ফর বেঙ্গল’ : শেখ মুজিব চরিত্রে ভারতের আদিল

আদিল

বিএনএ, বিনোদন ডেস্ক : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে নতুন সিনেমা নির্মিত হচ্ছে ‘ব্যাটল ফর বেঙ্গল’। বলিউডের রিচি মেহতা নির্মাণ করবে এই সিনেমাটি। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রে অভিনয় করবেন বলিউডের আদিল হুসেন। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

চলতি বছর ১০ মার্চ লোকেশন দেখতে বাংলাদেশে আসেন পরিচালক রিচি। তার সঙ্গে ছিলেন সিনেমাটোগ্রাফার আমির মোকরি ও অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল। তবে বলিউডের আদিলের সঙ্গে সিনেমায় একাধিক বাঙালি অভিনেতাদের দেখা বলে সূত্রটি নিশ্চিত করেছে।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে আটকে যায় সিনেমার শুটিং। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আসছে বছর মার্চে চিত্রায়ণ শুরুর পরিকল্পনা করছেন পরিচালক।
বিএনএনিউজ/জেবি