বিএনএ, চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বৃহত্তর চট্টগ্রামের সমন্বয়কদের সমন্বয়হীনতা, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের তলব করা হয়েছে ঢাকায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত এক চিঠিতে বৃহত্তর চট্টগ্রামের সমন্বয়কদের রোববার (১০ নভেম্বর) বিকেল তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।
বৃহত্তর চট্টগ্রামের সমন্বয়কদের ঢাকায় তলবের বিষয়টি শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা একটি চিঠির মাধ্যমে জানানো হয়। চিঠিতে বলা হয়, বৃহত্তর চট্টগ্রামের অন্তর্গত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঞ্চলের নেতৃবৃন্দের মাঝে সমন্বয়হীনতা, স্বজনপ্রীতি ও অসদাচরণের অভিযোগ এসেছে। তাই এই অভিযোগের সুষ্ঠু পর্যালোচনা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জেলা, নগরী, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিকে (কেন্দ্রীয় তালিকাভুক্ত) ১০ নভেম্বর (রোববার) বিকাল ৩ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অফিসে উপস্থিত থাকার অনুরোধ করা হলো।
চট্টগ্রামের সমন্বয়কদের ঢাকায় তলবের বিষয়ে নিশ্চিত করে মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, মূলত চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের সমন্বয়কদের বিরুদ্ধে কিছু অভিযোগ পেয়েছি আমরা। এটা সমন্বয়হীনতার কারণে হচ্ছে। তাদের মধ্যে সমন্বয় নেই। তাই তাদের সবার সঙ্গে বসে সমন্বয় নিশ্চিত করতে চাই আমরা।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী