17 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » ব্ল্যাক ডায়মন্ড খ্যাত শিল্পী বেবী নাজনীন দেশে ফিরছেন

ব্ল্যাক ডায়মন্ড খ্যাত শিল্পী বেবী নাজনীন দেশে ফিরছেন

শিল্পী বেবী নাজনীন

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রবাস জীবন শেষে আসন্ন রোববার (১০ নভেম্বর, ২০২৪) দেশে ফেরার কথা রয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, “ব্ল্যাক ডায়মন্ড” খ্যাত বেবী নাজনীনের।

শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রায় ১৬ বছর ধরে চলমান আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন বাধার সম্মুখীন হন বেবী নাজনীন। অভিযোগ রয়েছে যে, বাংলাদেশ বেতার, টেলিভিশন ও মঞ্চে পেশাগত কাজে বারবার বাধা পেয়ে তিনি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেননি, যা তাকে দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল।

তবে দেশের বাইরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বেবী নাজনীন সবসময়ই অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আমেরিকা, ইউরোপ, এবং মধ্যপ্রাচ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। চার দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে আধুনিক সঙ্গীতের অর্ধশতাধিক একক অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি। ভারতের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে, বাপ্পি লাহিড়ী, কুমার শানু ও কবিতা কৃষ্ণমূর্তির সাথে তাঁর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণির তালিকাভুক্ত এই শিল্পী দেশের চলচ্চিত্র ও অডিও মাধ্যমেও অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ