25 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে সাত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে সাত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরে সাত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিএনএ, গাজীপুর: মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের মুখে গাজীপুরের কোনাবাড়ি শিল্পাঞ্চলসহ আশপাশের সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকেলে এ সংক্রান্ত একটি নোটিশ কারখানাগুলোর গেটে টানিয়ে দেওয়া হয়।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা কারখানাগুলো হলো জরুন এলাকার ইসলাম গার্মেন্ট ইউনিট-২, রিপন নীটওয়্যার, সিনটেক্স লিমিটেড, কাশিপুর নয়াপাড়া এলাকার মনটেক্স ফেব্রিক্স, কাইজার নীটওয়্যারস, কটন ক্লাব বিডি ও মন্ডল ফেব্রিক্স। এছাড়া অনেক কারাখানায় অঘোষিত ছুটি চলছে।

আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-২৮৫ (চট্টগ্রাম-৮)

ওই নোটিশে উল্লেখ করা হয়েছে, শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বাইরে চলে যাচ্ছে। ভাঙচুর, মারামারি, ভয়ভীতি প্রদর্শনসহ অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ এবং কারখানা কর্তৃপক্ষ বারবার কাজে যোগদানের অনুরোধ করা সত্ত্বেও কাজে যোগদান করা থেকে বিরত থাকছে। শ্রমিক কর্মচারীদের এহন কার্যকলাপ, শ্রম আইন-২০০৬ মোতাবেক অবৈধ ধর্মঘটের শামিল। তাই কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে ৯ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হল।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ