17 C
আবহাওয়া
৬:২৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

বিএনএ, রাঙামাটি: ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে নানিয়ারচর থানা প্রদক্ষিণ করে এ মেলা উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমানের সভাপতিত্বে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা এই মেলার উদ্বোধন করেন। পরে নানিয়ারচর উপজেলা ছায়ামঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চারটি প্যাভিলিয়নে স্টল বসিয়েছে উপজেলার বিভিন্ন দপ্তর ও স্কুলের শিক্ষার্থীরা। এতে উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিএনএ/কাইমুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ