বিএনএ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিনাফাইনালে পাকিস্তানকে ১৫৩ রান টার্গেট দিয়েছেন নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে ব্লাকক্যাপ বাহিনী।
বুধবার (৯ নভেম্বর) সিডনিতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন কেন উইলিয়ামসন। শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। দলীয় ১ রানের মাথায় ফিন অ্যালেনকে সাজঘরে ফেরান শাহিন শাহ।
এরপর দলীয় ২৮ রানের মাথায় রান আউটের শিকার হন ডেভন কনওয়ে। ৪৯ রানের মাথায় গ্লেন ফিলিপসকে ফিরিয়ে দেন মোহাম্মদ নওয়াজ। ১১৭ রানের মাথায় ৪২ বলে ৪৬ রান করা অধিনায় উইলিয়ামসনকে ফিরিয়ে দেন শাহিন শাহ। শেষ পর্যন্ত ড্যারিল মিচেল ৩৫ বলে ৫৩ ও ১২ বলে ১৬ রান করেন জেমস নিশাম।

পাকিস্তানের পক্ষে শাহিন শাহ আফ্রিদি ২টি ও মোহাম্মদ নওয়াজ শিকার করেন ১টি উইকেট।
বিএনএ/এ আর