বিএনএ, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা পেরেছে। ছেলেরা শুনলে একটু রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি। তাও আমি বলবো, আমাদের মেয়েরা যথেষ্ট ভালো করছে।
বুধবার(৯নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, ‘আমার বাসাটাই ছিল স্পোর্টস জগৎ। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন। আমার দাদা ও আমার বাবা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার ভাই শেখ কামাল ফুটবল খেলতেন। জামাল ফুটবল-ক্রিকেট খেলতেন। আসলে খেলার জগতে আসলেই আমার পরিবারের কথা মনে পড়ে।
সাফজয়ী দলের ২৩ জন খেলোয়াড় ও ১১ জন কর্মকর্তাকে সম্মাননা দেন প্রধানমন্ত্রী। প্রত্যেক খেলোয়াড়কে পাঁচ লাখ এবং কর্মকর্তাদের হাতে সম্মাননা হিসেবে দুই লাখ টাকার চেক তুলে দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।
ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারক প্রদান করেন বাফুফের সভাপতি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতে বাংলাদেশ।
বিএনএ/ ওজি