24 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

চট্টগ্রামে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার, নারীসহ গ্রেফতার ২

গাঁজা উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম:চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় অভিযান চালিয়ে সাড়ে তিন কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা্।সোমবার(৮ নভেম্বর) রাত ১০ টার দিকে এ অভিয্ান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ ইদ্রিস (৪৫), রেখা প্রকাশ রেহানা (৩০)

ইদ্রিস হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের আনোয়ার হোসেনের পুত্র।রেখা ব্রাক্ষণবাড়িয়ার কসবা থানার রাজ বল্লবপুর গ্রামের মৃত নোয়াাব মিয়ার স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা সূত্র জানায়, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের এর উপপরিচালক হুমায়ুন কবিরের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক এস এম আলম খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় চট্টগ্রামের একটি টীম এ অভিযান চালায়।এ সময় হাটহাজারী রোডের পশ্চিম পাশে আতুরার ডিপো এলাকা থেকে এক নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয় ।

তাদের কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতররা চট্টগ্রাম শহরে গাঁজা সরবরাহ করে আসছে।
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ