27 C
আবহাওয়া
৫:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত

পণ্য পরিবহন ধর্মঘট স্থগিত


বিএনএ,ঢাকা: ভাড়া বাড়ানোর আশ্বাসের পরিপ্রেক্ষিতে ট্রাক, কাভার্ডভ্যানসহ পণ্য পরিবহন করা যানবাহনের ধর্মঘট স্থগিত করা হয়েছে। সোমবার(৮ নভেম্বর) রাতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক শেষে পণ্যবাহী যানবাহনের মালিক-শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন।
এর আগে রাত সোয়া ৮টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মালিক-শ্রমিক নেতাদের সাথে বৈঠক শুরু হয়। রাত পৌনে ১০টায় শেষ হয় বৈঠক। বৈঠকে মালিক ও শ্রমিক নেতারা পণ্য পরিবহন ভাড়া ৩০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জ্বালানি মন্ত্রণালয় ডিজেলের দাম বৃদ্ধি করেছে। এ পরিপ্রেক্ষিতে আমাদের সব পরিবহনেই এটা অ্যাফেক্টেড হয়। এরই মধ্যে বাস যারা চালান, তাদের সাথে বিআরটিএর একটি সমঝোতা হয়েছে। নৌ পরিবহনের ক্ষেত্রে নৌ মন্ত্রণালয়ের সাথে কথাবার্তা বলে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।’
তিনি বলেন, ‘আজকে পণ্য পরিবহন এবং প্রাইম মুভার, ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরি- এ ধরনের পরিবহনের মালিক-শ্রমিক নেতারা এখানে এসেছিলেন তাদের দাবি নিয়ে। তাদের প্রথম দাবি ছিল তেলের মূল্য কমাতে হবে, বৃদ্ধি করা যাবে না।’
‘তাদের এ দাবি আমরা মনে করেছি যৌক্তিক দাবি। সেজন্য আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো আমরা তাদের এ দাবির পরিপ্রেক্ষিতে বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই যাদের সেবা তারা দেন, তাদের আমরা অনুরোধ করব, তাদের সাথে বসে একটা যৌক্তিকভাবে পণ্য পরিবহনের ভাড়া যেন বৃদ্ধি করে দেন।’
বৈঠকে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ছাড়াও বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি ও প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
গত ৪ নভেম্বর থেকে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়। বাড়তি দামের কারণে ৪ নভেম্বর থেকেই পণ্যবাহী পরিবহন ধর্মঘটের ডাক দেন মালিকরা। গত ৪ নভেম্বর থেকে যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দেয়া হয়
বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ