বিএনএ ডেস্ক —আজ ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’
ডিজিটাল যুগে যোগাযোগ ও বাণিজ্যের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ডাক বিভাগের গুরুত্ব নতুনভাবে উঠে আসছে। একসময় শুধু চিঠি ও পার্সেল আদান-প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও এখন এটি দেশের ই-কমার্স ও ডিজিটাল সেবার গুরুত্বপূর্ণ অবলম্বন হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ডাক বিভাগের আধুনিকায়নের মাধ্যমে এটি আবারও জনজীবনের অপরিহার্য অংশে পরিণত হতে পারে। এজন্য প্রয়োজন অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা, দ্রুত ডেলিভারি, মোবাইল পেমেন্ট ও প্রযুক্তিনির্ভর সেবা চালু করা। সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে ডাক বিভাগকে স্মার্ট, দক্ষ ও আস্থাভাজন প্রতিষ্ঠানে রূপান্তর করতে পারলেই এটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলবে।
বিশ্ব ডাক দিবসের সূচনা হয় ডাক ব্যবস্থার ইতিহাস ও বৈশ্বিক সংযোগের গুরুত্ব স্মরণে। ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্ন শহরে গঠিত হয় ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন (UPU)—যা বিশ্বের ডাকব্যবস্থাকে একত্রিত করার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। পরে ১৯৬৯ সাল থেকে জাতিসংঘের বিশেষায়িত এই সংস্থার উদ্যোগে প্রতিবছর ৯ অক্টোবর দিনটি উদযাপন শুরু হয়।
বিএনএ/ওজি