32 C
আবহাওয়া
১:৫৪ পূর্বাহ্ণ - জুন ৮, ২০২৩
Bnanews24.com
Home » জিতেও বিদায় ঠেকানো যায়নি মুম্বাইয়ের

জিতেও বিদায় ঠেকানো যায়নি মুম্বাইয়ের


বিএনএ,ক্রীড়াডেস্ক: শুক্রবার রাতে আবুধাবিতে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রানের সংগ্রহ পেয়েছিল মুম্বাই। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে হায়দরাবাদ। ৪২ রানে জিতে মুম্বাই। কিন্তু তাতেও তাদের বিদায় ঠেকানো যায়নি।

১৪ ম্যাচে ৭টি করে জয় ও হারে ১৪ পয়েন্ট নিয়ে পাঁচে থেকে আসর শেষ করল মুম্বাই। অন্যদিকে সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে এগিয়ে থাকায় প্লে-অফে উঠল কলকাতা। আর ১৪ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শেষ স্থান নিয়ে আসর শেষ হলো হায়দরাবাদের। লীগ টেবিলের চতুর্থ স্থান নিয়ে লড়াই ছিল কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে।

বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয়ের পর প্লে-অফের রাস্তা প্রায় পাকা করে ফেলেছিল কলকাতা। আইপিএলের সর্বাধিক শিরোপাজয়ী রোহিত শর্মাদের সামনে তাই ছিল অসম্ভব এক সমীকরণ। আর সেই সমীকরণ মেলাতে বিশাল সংগ্রহও গড়েছিল তারা। কিন্তু আগেই ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েও বাদ পড়ল মুম্বাই। অন্যদিকে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়ে গেল সাকিবদের।
বিএনএ/ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ