22 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » পিঁপড়ার চেয়েও ছোট দুর্গাপ্রতিমা!

পিঁপড়ার চেয়েও ছোট দুর্গাপ্রতিমা!

পিঁপড়ার চেয়েও ছোট দুর্গাপ্রতিমা!

বিএনএ ডেস্ক:একটি দেশলাই কাঠিতে দুর্গার কাঠামো গড়ে উঠেছে। এ প্রতিমা উচ্চতায় মাত্র ২ মিলিমিটার। এ ভাবেই ক্ষুদ্রাতিক্ষুদ্র দুর্গাপ্রতিমা গড়ছেন ভারতের রায়গঞ্জের শিল্পী মানস রায়। আকারে যা একটি পিঁপড়ের থেকেও ছোট।

রায়গঞ্জ শহরের বীরনগরে মানসের একচিলতে ঘরে রাতের পর রাত জেগে টেবিল-বাতির আলোর নীচে চলছে দুর্গাপ্রতিমা গড়ার কাজ। প্রতিমা আকারে এতটাই ক্ষুদ্র যে, ভাল করে দেখতে হলে আতশকাচের সাহায্য নিতে হয়।

মানস জানান, এর আগে ৬, ৫ বা ৩ মিলিমিটারের দুর্গা বানিয়েছেন তিনি। তবে এই প্রথম ২ মিলিমিটারের প্রতিমা তৈরি করছেন। শুধু দুর্গাই নয়, সঙ্গে দেশলাইয়ের কাঠামোয় লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ, অসুর বা সিংহও রয়েছে।

পেশায় কমার্শিয়াল আর্টিস্ট মানসের কাজের পরিধি কমে গিয়েছিল গত বছর লকডাউনের সময়। তার পর একটি চশমার দোকান খোলেন তিনি। ওই দোকান করার পাশাপাশি মিনিয়েচার আর্টিস্ট হিসাবেও কাজ শুরু করেছেন।

মানস বলেন, ‘‘ছোট থেকে দুর্গাপ্রতিমা তৈরির দিকে আমার ঝোঁক রয়েছে। সে জন্যই এ কাজ করা। তবে সবচেয়ে ছোট দুর্গাপ্রতিমা তৈরি করে গিনেস বুক অব রেকর্ডস-এ নাম তুলতে চাই।’’

বিএনএ/ওজি’

সূত্র: আনন্দ বাজার পত্রিকা

Loading


শিরোনাম বিএনএ