17 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ধামরাইয়ে সড়কে প্রাণ গেল পোশাক শ্রমিকসহ ৩ জনের

ধামরাইয়ে সড়কে প্রাণ গেল পোশাক শ্রমিকসহ ৩ জনের

দুর্ঘটনা

বিএনএ,সাভার: ঢাকার ধামরাইয়ে পৃথক স্থানে ড্রাম, ট্রাক ও কাভার্ডভ্যানের চাপায় পোশাক শ্রমিকসহ তিনজন নিহত হয়েছে।শুক্রবার (০৮ অক্টোবর) বিকেলে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা ও সুতিপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, সাভারের মাটিদিয়া এলাকার হরেন্দ্র সরকারের ছেলে রাধানাথ সরকার (৫৫), দক্ষিণ জয়পুরা গ্রামের শামসুল হকের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে খোকন মিয়া (২৫)। নিহতদের মধ্যে খোকন মিয়া জয়পুরা মম ফ্যাশন নামে একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার ১২টার দিকে সড়ক দুর্ঘটনায় রাস্তায় দুইজনকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে খোকন মিয়াকে নিহত অবস্থায় এবং দেলোয়ার হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে। আহত দেলোয়ার হোসেনকে হাসপাতালে নেওয়ার পর মারা যায়।

অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ডে কাভার্ড ভ্যানের চাপায় রাধানাথ সরকার নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

বিএনএ/ইমরান খান, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ