37 C
আবহাওয়া
৭:৫৭ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় বিশ্বে আরও ১ হাজার ৫৮৭ মৃত্যু,শনাক্ত প্রায় ৫ লাখ

করোনায় বিশ্বে আরও ১ হাজার ৫৮৭ মৃত্যু,শনাক্ত প্রায় ৫ লাখ

করোনায় আক্রান্ত আরও ১৫৩

বিএনএ, বিশ্বডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও এক হাজার ৫৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১২ হাজার ১১১ জন। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন চার লাখ ৯৪ হাজার ৯০৫ জন। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ২৪ লাখ ৪২ হাজার ৮৭ জনে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে  আপডেট দেওয়া আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে একদিনে ২৮৭ জনের মৃত্যুর পাশাপাশি সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৬৬১ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৬৯ লাখ ৫৯ হাজার ১৬৫ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৪ হাজার ৭৮৭ জনের।

জাপানে একদিনে শনাক্ত হয়েছেন এক লাখ ২৬ হাজার ৪৮৭ জন রোগী। একই সময়ে মারা গেছেন ২৬৫ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৪০ জনে এবং শনাক্ত এক কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৭৩৩ জনে।

দৈনিক সংক্রমণে দ্বিতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ায় ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৭২ হাজার ৫৯৯ জন। এসময়ে মারা গেছেন ৬৪ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৫৬০ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৩১৩ জনের।

বৈশ্বিক শনাক্তের তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের মৃত্যু ও ১৯ হাজার ৮৬৬ জন সংক্রমিত হয়েছেন। এসময়ে শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৭৭৫ জন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ