Bnanews24.com
Home » অস্ত্রোপচারে ‘কণ্ঠস্বর’ হারিয়ে ফেলেন অভিনেত্রী
এক নজরে বিনোদন

অস্ত্রোপচারে ‘কণ্ঠস্বর’ হারিয়ে ফেলেন অভিনেত্রী

শিল্পী

বিনোদন ডেস্ক: টিভি সিরিয়ালের কাজ নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছিলেন অভিনেত্রী কনীনিকা ব্যানার্জি। আকস্মিকভাবে তার এ চলার পথে ছন্দপতন ঘটে। যার কারণে জরুরি ভিত্তিতে তাকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়। এতে কণ্ঠস্বর হারিয়ে ফেলেন বলে জানিয়েছেন কনীনিকা।

বুধবার (৭ সেপ্টেম্বর) ফেসবুক লাইভে এসে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেন কনীনিকা। তার ভাষায়- ‘আমার স্পাইন সার্জারি হয়। সি সিক্স সি সেভেনে, স্পাইন প্রোল্যাপস করে গিয়েছিল। মেজর সার্জারি ছিল। ডা. সিদ্ধার্থ ঘোষ আমার সার্জারি করেছেন। এটাই প্রথম নয়, আজ থেকে আট বছর আগে আমার প্রথম সার্জারি হয়েছিল। কিন্তু এবার সার্জারির পর আমার কণ্ঠস্বর পুরোপুরি ফেরত আসেনি। আমার অবস্থা একদম ভালো ছিল না। আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। শুধু বাতাস বের হচ্ছিল। আমি কথা বলতে পারছিলাম না। আমার বাবা-মা, স্বামী, মেয়ের মানসিক অবস্থাও খারাপ ছিল।’

বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে কনীনিকা বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর কণ্ঠস্বর অল্প ফেরত এসেছে, আমি কথা বলতে পারছি। কিন্তু পুরোপুরি আসেনি। আশা করি, আগামী দু-মাসে বাকিটা ফেরত আসবে। আমি অভিনয় শেখাই, যেখানে ভয়েস মডুলেশনটা গুরুত্বপূর্ণ, দুর্ভাগ্যবশত আমার ভয়েসের একটা অংশ ফেরত আসেনি। এমনকী এখন আমার কথা বলাও মানা।’

কনীনিকার ফিজিওথেরাপি ও ভয়েসথেরাপি চলছে। খুব শিগগির সুস্থ হয়ে উঠবেন বলেও আশা ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। টেলিভিশন সিরিজের পাশাপাশি অনেক সিনেমায় অভিনয় করেছেন কনীনিকা। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘চতুষ্কোণ’, ‘গোড়ায় গন্ডগোল’, ‘আই লাভ ইউ’, ‘ইচ্ছেমতির গপ্পো’, ‘ষড়রিপু’, ‘কণ্ঠ’, ‘মুখার্জিদার বউ’, ‘পোস্ত’, ‘হামি’ প্রভৃতি।

বিএনএনিউজ২৪/ এমএইচ